বরিশালের বানারীপাড়ায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে (ভিডিও)
বরিশালের বানারীপাড়ায় মা ও মেয়ের প্রাণঘাতি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ খবরে গোটা উপজেলা জুড়ে জনমনে “করোনা’ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.কবির হাসান জানান গত ১৭ এপ্রিল শুক্রবার উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা-মধুরভিটা গ্রামের এক তরুণী ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ১৮এপ্রিল ওই তরুনী রোগী ও তার সঙ্গে থাকা তার মায়ের(৪৫) নমুনা সংগ্রহ করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষায় ২১এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পজেটিভ আসে। এদিকে ২০ এপ্রিল তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে চলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর জন্য তাদের বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। উদয়কাঠি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন জানান আক্রান্তরা মধুরভিটা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ও কন্যা। ওই মেয়েটি (১৬) চলতি বছর স্থানীয় ইউনিয়ন প্রগ্রতি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানান খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়নগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। প্রসঙ্গত মা-মেয়ে এ দু’জনই বানারীপাড়া উপজেলায় প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান প্রথম রোগী।
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন এর তেতলা গ্রামের এক পরিবারে মা ও মেয়ে (কোভিড-১৯)করোনা ভাইরাসে আক্রান্ত।মা তুকাজ্জিবান (৪০) ও মেয়ে নাসরিন (১৭)। অতএব বানারিপাড়াবাসি আপনারা সাবধানতা অবলম্বন করুন। আপনারা সবাই সচেতন হোন এবং সর্তকতা অবলম্বন করুন।ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজে বাঁচুন,অন্যকে বাঁচতে সহায়তা করুন।
ভিডিও :
Post Comment
No comments
Thanks for your comments .