Ad

New Update

প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দুই বছরে ২৪ হাজার উদ্যোক্তা তৈরি করছে ইএসডিপি।


প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দুই বছরে ২৪ হাজার উদ্যোক্তা তৈরি করছে ইএসডিপি।

 

 

[১] প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দুই বছরে ২৪ হাজার উদ্যোক্তা তৈরি করছে ইএসডিপি

[২] বর্তমানে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৮ শতাংশের ওপরে। এই হার ২০২১ সালে দুই অংকে উন্নীত করে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশে কাতারে পৌঁছাতে কাজ করছে সরকার। এজন্য দেশের অর্থনীতি সচল রেখে প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে উদ্যোক্তা সৃষ্টি করে তরুণদের সম্পৃক্ত করতে হবে।
[৩] বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম বোর্ড সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উদ্যোক্তা তৈরির জন্য সাপ্লাই এন্ড লিংকেজ ডেভেলপমেন্টের উপর গুরত্বারোপ করেন। তার র্নিদেশনায় ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক’ প্রকল্প গ্রহণ করা হয়। যেটি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম।
[৪] এই প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গত বছরের ১০ মার্চে অনুমোন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৫০ কোটি টাকা। জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০২০ সালে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
[৫] এ বিষয়ে প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, প্রকল্পটির আওতায় এখন পযর্ন্ত ৩৭ হাজার ৮৯৬ জনকে রেজিষ্ট্রেশন করা হয়েছে। গত এক বছরে সারাদেশে ১০ হাজার ৫৭৫ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ নিয়ে এরমধ্যে এক হাজার ২২৮ জন ব্যবসায় সম্পৃক্ত হয়েছে। ব্যবসায় সম্পৃক্তা হওয়া সবাই বর্তমানে ইএসডিপির অফিস ব্যবহার করছেন। আমি আশা করছি, এখান থেকে প্রশিক্ষিত সবাই ভালো উদ্যোক্তা হয়ে প্রধানমন্ত্রীর ভিশনকে সফল করতে পারবে।
[৬] তিনি আরও বলেন, আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী প্রশিক্ষণের মাধামে ১ থেকে ২ শতাংশ উদ্যোক্তা সৃষ্ট করা সম্ভব। কিন্তু উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এই হার ১২ শতাংশের অধিক। এখন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন ও উদ্দেশ্য শতভাগ সফল হয়েছে।



ইএসডিপি রেজিষ্ট্রেশন করা যায় খুবই সহজে। নিচের লিংক ও ছবিগুলোতে রেজিষ্ট্রেশনের জন্য অনুসরণ করুন।

লিংকঃ ESDP তে ক্লিক করুন ।

 

 এর পরে


এর পরে



 এর পরে সাবমিট করুন ।


পোস্টটি ভালো লাগলে Babosai সাবস্ক্রাইব কররুন শেয়ার করুন ।


No comments

Thanks for your comments .