ফাইবার কি ? ফাইবারে একাউন্ট খোলার নিয়ম ।।
ফাইবার কি?
ফাইবার হল একটি অনলাইন ফিল্যান্সিং মার্কেটপ্লেস। যেখানে ফিল্যান্সাররা তাদের বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে। এই ফাইবারের মাধ্যমে বিভিন্ন দেশের ফিল্যান্সাররা তাদের সার্ভিস প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকে তাও আবার ঘরে বসে। আপনিও পারবেন কাজ শিখে ফাইবার থেকে আয় করতে। এজন্য আপনার একটি ফাইবারে একাউন্ট লাগবে। এর পরের ধাপে কিভাবে ফাইবারে একাউন্ট তৈরি করতে হয় তা শেয়ার করব।
ফাইবারে একাউন্ট খোলার নিয়ম
ফাইবারে অ্যাকাউন্ট খোলা একদম সহজ কাজ। নিচের কয়েকটি ধাপ মনোযোগ সহকারে পড়ুন এবং নিজে চেষ্টা করুন আশা করছি বুঝতে পারবেন।
ধাপ-১: Fiverr এ একাউন্ট তৈরি করার জন্য এই লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ইন্টারফেসটি দেখতে পাবেন।
ধাপ-২: অপরের তীর চিহ্ন দিয়ে দেখানো ছবিতে জয়েন (Join) বাটনে ক্লিক করুন। এরপর ফাইবারে আপনার ফেসবুক, গুগল এবং অ্যাপল একাউন্ট দিয়ে জয়েন হতে পারবেন। তো আমি বলব আপনি এগুলো না করে আপনার জিমেইল টা নিচের ফাকা ঘরে দিয়ে Continue বাটনে ক্লিক করুন।
ধাপ-৩: এরপরে 'Username' ও 'Password' দিন। এখানে ইউজার নেম এমন একটা দিন যাতে পরবর্তীতে সমস্যায় পরতে না হয়। কারন ইউজার নেম কিন্তু পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন না। ইউজার নেম হিসাবে আপনার নাম ও আপনার মোবাইল এ শেষের কয়েকটি ডিজিট দিতে পারেন। যেমন: Monir242076
আর পাসওয়ার্ড দিবেন যেভাবে: একটি বড় হাতের অক্ষরসহ অন্যগুলো ছোট হাতের অক্ষর দিন। এর সাথে কয়েকটি সংখ্যা ও স্পেসাল ক্যারেক্টার দিন (যেমন: $#) । যেমন: Monir242076$#
ধাপ-৪: চতুর্থধাপে কিন্তু আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখনো ইমেইল ভেরিফিকেশন করা হয়নি। তাই আপনার ইমেইল বক্স থেকে Activate Your Account ক্লিক করুন।
এরপর ফাইবার প্রোফাইল তৈরী এবং ফাইবার একাউন্ট ভেরিফিকেশন করার জন্য এই লিংক ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওটি দেখলে ফাইবার একাউন্ট খোলার নিয়ম, ফাইবারে কাজ করার নিয়ম, ফাইবার কি, ফাইবার একাউন্ট কি, ফাইবার একাউন্ট ভেরিফাই, ফাইবারের নিয়ম কানুন, কিভাবে ফাইভারে দ্রুত অর্ডার পাওয়া যায়, ফাইভার টিপস জানতে পারবেন।
কিভাবে ফাইবারে একাউন্ট খুলবেন তা এই লিংকে দেয়া আছে -
👉কিভাবে ফাইবারে একাউন্ট খুলবেন তা এই লিংকে দেয়া আছে -
No comments
Thanks for your comments .